কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের ফুলকুমার নদ থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে এলাকার হাটসেড, ব্রিজ, ফসলী জমি ও ভুমিহীন পরিবার হুমকির মুখে পড়েছে। স্থানীয়রা বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা গেছে, পাথরডুবী ইউনিয়নের থানাঘাট হাট সংলগ্ন ফুলকুমার নদ থেকে নজরুল ইসলাম নামের এক ব্যক্তি অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন। এর ফলে এলাকাটির থানাঘাট হাট, থানাঘাট ব্রিজ, ফসলী জমি এবং বেশ কয়েকটি ভুমিহীন পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দা মো. জানিক জানান, তাদের পৈত্রিক কোনো জমি নেই, তারা সরকারি জমিতে বসবাস করছেন। নদী থেকে বালু উত্তোলন হওয়ায় তাদের ঘরবাড়ি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন বলেন, অবৈধভাবে বালু উত্তোলন চলতে থাকলে থানাঘাট হাট, ব্রিজ, ফসলী জমি এবং বেশ কিছু ভুমিহীন পরিবার ক্ষতির সম্মুখীন হবে। এদিকে, স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিক জানান, বালু উত্তোলককে বালু তোলার বিষয়ে নিষেধ করা হলেও তিনি তা বন্ধ করতে রাজি হচ্ছেন না।
বালু উত্তোলনকারী নজরুল ইসলাম বলেন, “আমার পৈত্রিক জমি থেকে বালু উত্তোলন করে পুকুর ভরাট করছি। এতে কোনো ক্ষতি হবে না। যদি ক্ষতি হয়, আমি ক্ষতিপূরণ দেব।” তবে পাথরডুবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সবুর জানিয়েছেন, নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে এমন খবর পেয়ে বালু উত্তোলনকারীকে বালু উত্তোলন বন্ধ করতে নিষেধ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানিয়েছেন, বালু উত্তোলনের খবর পেয়ে দ্রুত সেখানে লোক পাঠানো হয়েছে এবং আশা করা যাচ্ছে যে, অবৈধ বালু উত্তোলন শীঘ্রই বন্ধ হয়ে যাবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।