ধর্ষণ মামলার আসামির বয়স কমানো নিয়ে জামালপুরে আদালতে আইনজীবী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টা পাল্টি কর্মসূচি পালন করা হয়েছে।
আজ সকালে আদালত চত্ত্বরে মানববন্ধন করে জেলা আইনজীবী সমিতি ।অপরদিকে বেলা ১২ টার দিকে আশেক মাহমুদ কলেজে মুখে কালো পতাকা বেঁধে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
আইনজীবী সিমিতির নেতারা বলেন- গতকাল দুপুরে ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আদালতে এসে আইনজীবীদের উপর হামলা করে। এতে আহত হোন বেশ কয়েকজন আইনজীবী। কয়েকজন ছাত্রের অযৌক্তিক দাবি মেনে না নেয়ায় আদালতে বিচার ব্যবস্থাকে ব্যাহত ও বিচার অঙ্গনকে কুলোষিত করার জন্য এই হামলা হয়েছে বলে দাবি আইনজীবীদের। তাই অতি দ্রুত এসব অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুশিয়ারি দেন তারা।
অপরদিকে শিক্ষার্থীরা বলেন- গতকাল এক প্রতিবন্ধী নারীর ধর্ষণের মামলার আসামির জন্ম নিবন্ধন জালিয়াতি করে বয়স কমানোর বিষয়ে আদালতে শান্তিপূর্ণভাবে আইনজীবীদের সাথে কথা বলার জন্য যাওয়া হয়েছিলো৷ কিন্তু তাদের উপর হামলা করে বসে আইনজীবীরা। তাই এই হামলার তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে এই ব্যাপারে জড়িত প্রত্যেকের ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি করেন বক্তারা। এছাড়া আদালত প্রাঙ্গনে হামলার দায় স্বীকার করে নারী ও শিশু বিষয়ক পাবলিক প্রসিকিউটরসহ প্রত্যেকজন পিপি, এপিপির ছাত্র-জনতার কাছে ক্ষমা চাওয়ারও কথা বলেন তারা।
আদালত চত্ত্বরে সংঘর্ষের ঘটনায় এখনো কোন মামলা হয়নি৷
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।