সিএইচটি নারী হেডম্যান কমিটিতে নতুন নেতৃত্ব, সভাপতি জয়া-সম্পাদক ইখিন

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ১১ই মার্চ ২০২৫ ০৪:১১ অপরাহ্ন
সিএইচটি নারী হেডম্যান কমিটিতে নতুন নেতৃত্ব, সভাপতি জয়া-সম্পাদক ইখিন

খাগড়াছড়ি জেলা সদরের জিরোমাইলস্থ হর্টিকালচার পার্কে ১১ মার্চ বিকালে সিএইচটি নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের খাগড়াছড়ি জেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা। গোয়াইছড়ি মৌজার হেডম্যান চৌধুরী এর সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।


সভার শেষে সিএইচটি নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের নব গঠিত খাগড়াছড়ি জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে ২০২৫-২০২৭ মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি পদে নারী হেডম্যান জয়া ত্রিপুরা, সাধারণ সম্পাদক হিসেবে ইখিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হিসেবে পূবালী ত্রিপুরা নির্বাচিত হন। এছাড়াও সহ-সভাপতি পদে হ্লামাপ্রু চৌধুরী এবং সমরিকা চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অঞ্জলী ত্রিপুরা, কোষাধ্যক্ষ হিসেবে সুমনা ত্রিপুরা দায়িত্ব পালন করবেন।


এ সময় জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা, কংজ প্রু মারমা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউটেড পরিচালক ঞ্যোহ্লা মং, হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা, বিশিষ্ট সমাজসেবক ধীমান খীসা, আলো'র নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমাসহ বিভিন্ন মৌজার নারী হেডম্যান ও কার্বারীরা উপস্থিত ছিলেন। তারা সবাই একত্রিত হয়ে ভবিষ্যতে নারী হেডম্যানদের অধিকারের প্রসারে কাজ করার অঙ্গীকার করেছেন।


নবগঠিত কমিটির নেতৃত্বে নারী হেডম্যানরা খাগড়াছড়ি অঞ্চলে নারীদের সামাজিক উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এটি নারীদের ক্ষমতায়ন ও সমঅধিকার প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন স্থানীয় নেতারা।