নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও বিদ্বেষমূলক আচরণ বন্ধ করতে সামাজিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা 'মৌসুমী'র উদ্যোগে নওগাঁ শহরের উকিলপাড়ায় মৌসুমী কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মানবাধিকার কর্মীদের সংগঠন ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রো নেটওয়ার্ক স্ট্রেংদেনিং (ডিএইচআরএনএস) এর জেলা পর্যায়ের অ্যাডভোকেসি সভায় বক্তারা এ কথা বলেন।
সভায় বক্তারা বলেন, নারী সমাজের উন্নয়ন ও কর্মক্ষেত্রে এগিয়ে আসার পরও নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য বন্ধ হচ্ছে না। নারীদের ভোগ্যপণ্য হিসেবে গণ্য না করে মানুষ হিসেবে দেখতে হবে। নারীর অধিকার রক্ষায় পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধে কার্যকর উদ্যোগ নিতে হবে।
ডিএইচআরএনএস নওগাঁর সভাপতি ও নওগাঁ জজ কোর্টের আইনজীবী ডিএম আব্দুল বারী সভায় সভাপতিত্ব করেন। সভায় স্বাগত বক্তব্য দেন ডিএইচআরএনএসের নওগাঁ জেলা মনিটরিং অফিসার নাইস পারভীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সমন্বয়ক টিপু সুলতান।
সভায় অন্যান্য বক্তারা, বিশেষত বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী ও ডিএইচআরএনএস নওগাঁর আহ্বায়ক শহীদ হোসেন ইকবাল, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি এসএম রায়হান আলম, সাংবাদিক নবীর উদ্দিন, আব্দুর রউফ পাভেল ও এমআর রকি সহ অন্যান্যরা নারীর নিরাপত্তাহীনতা, নারীর স্বাধীনভাবে চলাচলে বাধা এবং বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে তাদের উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা আরও বলেন, সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নারীর প্রতি সহিংসতা আরও বেড়েছে এবং সরকারের পাশাপাশি সামাজিক উদ্যোগও গ্রহণ করতে হবে।
অভিযোগ রয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে নারীরা যেন নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগছে। বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, নারীর প্রতি সহিংসতা এবং বৈষম্য রোধে কার্যকর পদক্ষেপ নিতে। তাদের মতে, রাষ্ট্র ও সমাজের যৌথ উদ্যোগে নারীর অধিকারের সুরক্ষা সম্ভব।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।