আশাশুনিতে পারিবারিক পুষ্টিবাগান স্থাপনে প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি উপজেলা প্রতিনিধি, সাতক্ষিরা
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৪ঠা নভেম্বর ২০২১ ০৪:৪২ অপরাহ্ন
আশাশুনিতে পারিবারিক পুষ্টিবাগান স্থাপনে প্রশিক্ষণ অনুষ্ঠিত

আশাশুনিতে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার  উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠানে ১৫ পরিবারের ৩০ জন কৃষক-কুষাণিকে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান ও কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম। 


অনুষ্ঠানে সবজি পুষ্টি বাগান স্থাপনে কালিকাপুর মডেল, খাদ্য পুষ্টি নিরাপত্তা অর্জনে সবজি ও ফল চাষের গুরুত্ব, লাউ মিষ্টি কুমড়া, বেগুন ফলন বৃদ্ধি ও রোগ দমনে করনীয়, জৈব সারের গুরুত্ব ও উৎপাদন পদ্ধতি, মৌসুম ভিত্তি সবজি উৎপাদন পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিওেয় আলোচনা করা হয়।