ধামইরহাটে ১৩শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলেন কৃষি প্রনোদনা

নিজস্ব প্রতিবেদক
মোঃ আবুমুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার ১২ই এপ্রিল ২০২২ ০৭:০১ অপরাহ্ন
ধামইরহাটে ১৩শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলেন কৃষি প্রনোদনা

নওগাঁর ধামইরহাটে ১৩শত ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকের নিকট বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২১-২২ অর্থ বছরের খরিপ-১ ও ২০২২-২৩ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি ও ২০ কেজি করে ডিএপি বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।


 ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে প্রনোদনার সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। 


উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের জানান, প্রনোদনা গ্রহণকারী কৃষকদের চাষাবাদ নিয়মিতভাবে মনিটরিং করা হবে এবং এই প্রনোদনা ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের জীবন মানের উন্নতি সাধিত করবে বলে আশা করি।