রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে বিরল আকারের এক কাতল মাছ। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ এলাকার জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়ে। ওজন প্রায় ১৯ কেজি ২০০ গ্রাম।
জানা গেছে, সকালে সোনাই হালদার তার সঙ্গীদের নিয়ে কলাবাগান এলাকায় উজানের ভাটিতে জাল ফেলেন। কিছুক্ষণের মধ্যেই তাদের জালে ধরা পড়ে এই বিশাল কাতল। মাছটি দৌলতদিয়া ৫ নং ফেরিঘাট এলাকায় আনা হলে নিলামের আয়োজন করা হয়। বিকেল সোয়া ৩টায় অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা দরে মোট ৪৪ হাজার ১৬০ টাকায় মাছটি বিক্রি হয়।
জেলে সোনাই হালদার জানান, “এমন বড় মাছ ধরা পড়া আমাদের জীবনে আনন্দের। দীর্ঘদিন জাল ফেললেও এভাবে বড় মাছ পাওয়া যায় না।” তার সঙ্গে থাকা জেলেরা বলেন, পদ্মায় এখনো বড় মাছ মেলে, যা তাদের জীবিকার জন্য আশা জাগানিয়া।