প্রকাশ: ১৭ জুলাই ২০২২, ০:৩৯
কুয়াকাটার সমুদ্র সৈকতে একটি ইরাবতী মৃত ডলফিন ভেসে এসেছে। সাড়ে পাঁচ ফুট দৈর্ঘ্যরে ওই ডলফিনটি রোববার সকালে কুয়াকাটার গঙ্গামতি সৈকতে স্থানীয়রা দেখতে পায়। পরে সেখানে পর্যটকরা গিয়ে ভিড় জমায়।
স্থানীয়দের ধারনা, ডলফিনটি অন্তত এক সপ্তাহ আগে সাগরে মারা গেছে। সকালে জোয়ারের পানিতে তুফানের সাথে এটি ভেসে এসে বালুচরে আটকে যায়। ইতিমধ্যে শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এটি কি কারণে মারা গেছে বিষয়টি তাঁর কাছে স্পষ্ট নয়। এর আগে গত ৩০ জুন একটি মৃত ডলফিন ভেসে আসে সৈকতে। চলতি বছর এ পর্যন্ত ১৪টি জীবিত ও মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে দেখা গেছে বলেও জানিয়েছেন তিনি।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ডলফিনটির শরীরে পচন ধরায় দ্রুত সৈকতে বালু চাপা দেওয়া হয়েছে।