প্রকাশ: ৩ আগস্ট ২০২৫, ১৬:২৬
ময়মনসিংহের র্যাব-১৪ সম্প্রতি গঠন করা ‘Lost and Found cell’ এর মাধ্যমে হারানো ও ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার ও প্রকৃত মালিকের কাছে হস্তান্তর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই সেলের কাজের মাধ্যমে মোবাইল ফোনের সঠিক মালিকদের দ্রুত ফোনগুলো ফিরিয়ে দেয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়।
সাম্প্রতিক সময়ে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন এলাকা থেকে ‘Lost and Found cell’ তথ্য প্রযুক্তির সহায়তায় ১টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে। এ ফোনটি ৩১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রাত প্রায় ৮:৪০ মিনিটে র্যাব-১৪ এর সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর মোঃ কাওসার বাঁধনের মাধ্যমে প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করা হয়।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পরিচালক জানান, হারানো ও ছিনতাইকৃত মোবাইল উদ্ধার ও মালিকদের কাছে ফেরত দেয়া এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে র্যাবের প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে এবং অপরাধীদের ধরিয়ে দেয়ার ক্ষেত্রেও সহায়তা হচ্ছে।
‘Lost and Found cell’ গঠন করার মাধ্যমে র্যাব-১৪ একটি স্বতন্ত্র ও কার্যকর ব্যবস্থা নিয়েছে, যা তথ্য প্রযুক্তির ব্যবহার করে দ্রুত ফোন শনাক্ত ও উদ্ধার নিশ্চিত করছে। এতে হারানো ফোন ফিরে পাওয়ার সুযোগ বেড়েছে এবং অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়ছে।
র্যাব-১৪’র এ উদ্যোগ সাধারণ মানুষের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, যারা মোবাইল ছিনতাই বা চুরি করে, তাদের বিরুদ্ধে র্যাবের অভিযান কঠোর হচ্ছে।
এই সেলে তথ্য প্রযুক্তির আধুনিক ব্যবহারে হারানো ফোন শনাক্ত করা সহজ হয়েছে। ফোনের আইএমইআই নম্বর এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে দ্রুত ফোনের প্রকৃত মালিককে শনাক্ত করা যায়।
র্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ কাওসার বাঁধন মোবাইল: ০১৭৭৭-৭১১৪৩৩ এর মাধ্যমে এই ধরনের তথ্য পাওয়া ও যোগাযোগ করা সম্ভব।
তাদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, সাধারণ মানুষ হারানো মোবাইল ফোনের তথ্য দিলে সেগুলো দ্রুত উদ্ধার করে মালিকের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা চলবে। পাশাপাশি, অনলাইনে নিউজ প্রচারের পর সংশ্লিষ্ট লিংক র্যাবের মিডিয়া অফিসে পাঠানোর জন্যও অনুরোধ জানানো হয়েছে।
র্যাব-১৪’র এ ধরণের কার্যক্রম জনগণের জীবনযাত্রার নিরাপত্তা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে এবং আগামী দিনেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।