প্রকাশ: ৪ আগস্ট ২০২৫, ১৬:৩৮
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় একটি বসতবাড়িতে সংঘটিত চুরির ঘটনায় শরীফ আহমেদ (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই সময়ে উদ্ধার করা হয়েছে চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ অর্থ।
১৩ জুলাই রাতে বড়লেখার তেলিগুল গ্রামের বাসিন্দা শামীম আহমদ কাউছারের ঘরে চুরির ঘটনা ঘটে। চোর চক্র ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আলমারির তালা ভেঙে নগদ টাকা, মার্কিন ডলার ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
চুরির ঘটনার পরদিন ১৪ জুলাই শামীম আহমদ কাউছার বাদী হয়ে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি রুজু হয় ৪৫৪/৩৮০ ধারা অনুযায়ী (মামলা নম্বর-১২)।
ঘটনার পর মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের নির্দেশে তদন্তে নামে বড়লেখা থানা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা ও কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেনের তত্ত্বাবধানে তদন্ত কার্যক্রম পরিচালিত হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা এবং মামলার তদন্ত কর্মকর্তা এসআই রতন কুমার হালদারের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ব্যবহার ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় ৩ আগস্ট রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকা থেকে চুরির ঘটনার মূলহোতা শরীফ আহমেদকে গ্রেফতার করা হয়। সে সিলেট জেলার বিয়ানীবাজার থানার খসিরবন হাতির টিলা এলাকার লিটন মিয়ার ছেলে।
গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফ আহমেদ স্বীকার করে যে, সে আরও দুই সহযোগীকে নিয়ে সংঘবদ্ধভাবে এই চুরির ঘটনা ঘটিয়েছে। তার দেওয়া তথ্যে একটি ইয়ামাহা FZX মোটরসাইকেল ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, “শরীফের স্বীকারোক্তির ভিত্তিতে চুরির সাথে জড়িত অন্যদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”