প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৮:১১
কোনো ট্যাগ পাওয়া যায়নি
নওগাঁর আত্রাইয়ে রেল লাইনে ঘটে যাওয়া এক প্রাণঘাতী দুর্ঘটনায় ১৯ বছর বয়সী মনিরুল ইসলাম নিহত হয়েছেন। রোববার (১৭ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ১৫ মিনিটে আত্রাই রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে রামপুর বটতলী ব্রিজের পূর্বপাশে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল স্থায়ীভাবে বগুড়ার দুপচাচিয়ার বাসিন্দা হলেও ছোটবেলা থেকে আত্রাইয়ের আমপুর গ্রামে নানার বাড়িতে বেড়ে ওঠেন।
স্থানীয়রা জানান, মনিরুল কর্মসংস্থানের খোঁজে বাড়ি থেকে বের হয়েছিলেন। দুর্ঘটনার সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন রামপুর এলাকার রেলক্রসিং অতিক্রম করছিল, তখন তিনি ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্রাই আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাষ্টার মো. ওহিদুর রহমান মুঠোফোনে জানান, এই ঘটনা সম্পর্কে তার কোনো জানা নেই এবং তিনি এ বিষয়ে মন্তব্য করতে পারছেন না। তিনি বলেন, আমাকে কেউ খবর দেয়নি।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার তদন্ত করা হয়েছে। পরিবারের কোনো দাবি না থাকায় নিহত মনিরুলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মনিরুল ট্রেনে ওঠার কারণ বা দুর্ঘটনার সঠিক প্রেক্ষাপট এখনও অজানা। তারা আশঙ্কা করছেন যে, রেললাইনের নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধ করা যায়।
পরিবারের সদস্যরা শোকাহত এবং তারা স্থানীয় প্রশাসনকে রেল লাইনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন। এলাকাবাসীও দুর্ঘটনার পর রেল লাইনের নিরাপত্তা ও সজাগ থাকার গুরুত্বের দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন।
নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা আশা করছেন, ভবিষ্যতে রেল লাইনের পাশে সতর্কতা ও সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হবে, যাতে আর কোনো প্রাণহানির ঘটনা ঘটতে না পারে।
উপজেলার নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপের প্রয়োজনীয়তা স্থানীয়রা জানিয়েছেন। নিহত মনিরুল ইসলাম এলাকার মানুষের কাছে ভালো পরিচিত এবং তার আকস্মিক মৃত্যু এলাকার সকলকে মর্মাহত করেছে।