প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৮:১৯
পটুয়াখালীর কুয়াকাটা মাছ বাজারে মঙ্গলবার (১৯ আগস্ট) ২৪ কেজি ওজনের বিশালাকৃতির কোরাল মাছ দেখা মিলেছে। মাছটি সুন্দরবন এলাকা থেকে সংগ্রহ করেছেন কুয়াকাটার মৎস্য ব্যবসায়ী মোঃ বশির গাজী। ব্যবসায়ী জানান, মাছটির ওজন ২৩ কেজি ৬৫০ গ্রাম এবং কেজি প্রতি ১ হাজার ৫২০ টাকায় বিক্রি হয়ে মোট ৩৫,৯৩৮ টাকা হয়।