প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৯:৩
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কলেজ শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পাঁচবিবি খোদাবক্স স্টেডিয়ামে পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক প্রভাষক মোঃ আহসান হাবিব এবং পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহাবুব আলম জামিলের নিজ উদ্যোগে স্টেডিয়ামের সামনে শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ আহসান হাবিব, মাহাবুব আলম জামিল এবং পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি। অনুষ্ঠানে মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আক্তার হোসেন বকুল, দৈনিক সবুজ বাংলার পাঁচবিবি প্রতিনিধি মোস্তাকিন হোসেন, দৈনিক খোলা কাগজের পাঁচবিবি প্রতিনিধি রেজুয়ান ইসলাম, মহীপুর সরকারি কলেজ শাখার ছাত্র দলের সাধারণ সম্পাদক সাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক তাসফি, আটাপুর ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহসভাপতি নাহিদ এবং পৌরসভার ৬ নং ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক নাজমুলসহ কলেজ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা জানান, তাদের কাছে খেলাধুলার কোন উপকরণ ছিল না। বিষয়টি তারা পৌর ছাত্রদলের আহবায়ক রকিকে জানালে, তিনি তা মোঃ আহসান হাবিবের কাছে জানান। এরপর প্রভাষক আহসান হাবিব নিজ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ফুটবল ব্যবস্থা করেন।
বক্তারা বলেন, পাঁচবিবি উপজেলাটি সীমান্তঘেঁষা হওয়ায় যুব সমাজের মধ্যে মাদকের প্রভাব বাড়ছে। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার মাধ্যমে তাদের সময় ও মনোরঞ্জন নিশ্চিত করা জরুরি। খেলাধুলা যুব সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে এবং অপরাধ প্রবণতা কমাতে সহায়ক।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করাটাও সমান গুরুত্বপূর্ণ। খেলাধুলা কেবল শরীরকে সুস্থ রাখে না, মনকে প্রফুল্ল রাখার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করে। শিক্ষার্থীরা যদি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করে, তবে মাদকাসক্তি ও অন্যান্য অনৈতিক কার্যকলাপ থেকে বিরত থাকা সম্ভব।
মোস্তাকিন হোসেন, পাঁচবিবি প্রতিনিধি জানান, শিক্ষার্থীদের হাতে ফুটবল বিতরণ করা অনুষ্ঠানের মাধ্যমে তাদের মধ্যে ক্রীড়া ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পাবে। এই ধরনের উদ্যোগ যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্থানীয়রা উল্লেখ করেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখার পাশাপাশি তাদের খেলাধুলায় উৎসাহিত করা সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য। এ ধরনের সামাজিক উদ্যোগ এলাকার শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।