প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১৮:২২
নওগাঁর আত্রাই উপজেলার চকশিমলা গ্রামের ঐতিহ্যবাহী চকশিমলা উচ্চ বিদ্যালয়ের মাঠ সামান্য বৃষ্টিতেই কাদায় পরিণত হয়ে শিক্ষার্থীদের খেলাধুলা কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ১৯৬৯ সালে স্থানীয়দের সহযোগিতায় প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি এলাকায় শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মাঠের এই জরাজীর্ণ অবস্থা শিক্ষার্থীদের হতাশ করছে।