প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১৮:২৮
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মরা পদ্মা নদীতে কয়েকদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। এ অবস্থায় কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ২৫-৩০টি অবৈধ ড্রেজিং পাইপ ও বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি বড় শ্যালো মেশিন ভেঙে ধ্বংস করা হয়।