প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ১৬:৩১
দিনাজপুরের নবাবগঞ্জে ফুফু ও ভাতিজিসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। শনিবার বিকেল ৫টা ১০ মিনিটে থানার বিশেষ অভিযান চলাকালে আমবাড়ী বাজারের কাঁচা সবজির দোকানের সামনে থেকে ২৫ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ছিলেন মোঃ কবির হোসেন (৩৬), মোছাঃ আমেনা বেগম (৫২) এবং মোছাঃ হাফিজা বেগম (২২)। মোঃ কবির হোসেন রঞ্জয়পুর এলাকার বাসিন্দা, আমেনা বেগম চকনওদা (বানমারী) এলাকার এবং হাফিজা বেগম বুজরুক হরিনা এলাকার বাসিন্দা। আমেনা বেগম ফুফু ও হাফিজা বেগম ভাতিজি হওয়ায় এ ঘটনাটি বিশেষভাবে দৃষ্টিগোচর হয়েছে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, নবাবগঞ্জ থানা এলাকার মাদক বিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে এবং জিরো টলারেন্স নীতির আওতায় কোনো অবৈধ কার্যক্রমকে স্থান দেওয়া হবে না।
পুলিশ জানিয়েছে, অভিযান চলাকালীন সময়ে গ্রেফতারকৃতদের হাতে থাকা ২৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়েছে। এই পদক্ষেপটি এলাকার মাদক প্রতিরোধ কার্যক্রমকে শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের নবাবগঞ্জ থানা থেকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, এই ধরণের অভিযান এলাকায় সচেতনতা বৃদ্ধি করবে এবং মাদক সেবন ও কারবার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেকেই পুলিশ প্রশাসনের এই কার্যক্রমের প্রশংসা করেছেন।
নবাবগঞ্জ থানার অভিযানের ফলে এলাকার সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পাবে এবং মাদকবিরোধী প্রচেষ্টা আরো ফলপ্রসূ হবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।