প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ২০:৫
ঝালকাঠিতে 'দক্ষিণের আপেল' খ্যাত পেয়ারা মৌসুমের শুরু থেকেই বাজারে চাহিদা ও দামের উচ্ছ্বাস সৃষ্টি করেছে। জেলার সদর উপজেলার ভীমরুলি, শতদশকাঠি, জগদিশপুর, আঠাসহ ১৫টি গ্রামের পেয়ারার বাগানগুলোতে মনোরম চিত্র দেখা যাচ্ছে। খালভিত্তিক বাজারগুলোতে প্রতিদিন হাজারো কৃষক, আড়তদার ও ফড়িয়া সমাগম ঘটছে। পাইকাররা নৌকা ও সড়ক পথে দেশের বিভিন্ন প্রান্তে পেয়ারার সরবরাহ করছেন।