গোয়ালন্দকে সবুজায়ন করতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে উপজেলার উজানচর নতুন পাড়া সামাজিক যুব সংগঠন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১২ টায় উপজেলার উজানচর ৪ নং ওয়ার্ড নতুন পাড়া এলাকায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান।
বৃক্ষরোপণ কর্মসূচীতে এসময় আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মোঃ সাজ্জাদ হোসেন, নতুন পাড়া সামাজিক যুব সংগঠনের সভাপতি মোঃ রাসেল শেখ, সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রবিন শেখ, সহ-সাধারণ সম্পাদক মোঃ জিহাদ শেখ, মোঃ সাব্বির খান, মোঃ আকাশ ফকির, সাংগঠনিক সম্পাদক মোঃ কুরবান শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কাউছার শেখ, কোষাধ্যক্ষ মোঃ আকাশ শেখসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনের পক্ষ হতে এদিন সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচূড়া, কাঠবাদাম, ঔষধি গাছ হিসাবে নিম, বয়রা এবং ফলজ গাছ হিসাবে আম, জামসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এসময় ইউএনও নাহিদুর রহমান ভালো কাজের অংশীদার হিসেবে নতুন পাড়া সামাজিক যুব সংগঠনের সভাপতি/সম্পাদকের হাতে বেশকয়েকটি গাছের চারা তুলে দেন।