প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৮:১
ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। খুলনা বিভাগের পাঁচ জেলার অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এখন থেকে এই কার্যালয়ের মাধ্যমে প্রশাসনিক সুবিধা ভোগ করবে। শনিবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পাশে টেলিভিশন সেন্টার পাড়ায় নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কৃতি সন্তান মো. আসাদুজ্জামান।