প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ২০:১৩
রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিএসসি ও ডিপ্লোমাধারী প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যার সমাধান সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এবং এ বিষয়ে নিরপেক্ষ থেকে ন্যায্য সিদ্ধান্ত নেওয়া হবে। তবে সমাধানের জন্য কিছুটা সময় প্রয়োজন।
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে শিক্ষার্থীদের দাবিগুলো পর্যালোচনার জন্য গঠিত কমিটির প্রথম বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, নতুন করে শিক্ষার্থীদের আর কোনো কর্মসূচি দেওয়ার প্রয়োজন নেই, কারণ সরকার ইতোমধ্যেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে।
তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক বা রাজনৈতিক চাপ নয়, বরং বাস্তবতার আলোকে ন্যায্য সমাধান করা হবে। তিন দফা বা সাত দফার কোনো একটি সরাসরি গ্রহণ করা যাবে না, বরং সবার মতামত শুনে সিদ্ধান্ত নেওয়া হবে।
উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কারিগরি শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হবে। একইসঙ্গে প্রকৌশলী নিয়োগদানকারী সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করে সমস্যার মূল কারণ খুঁজে বের করা হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো শাটডাউন হওয়ার বিষয়েও সমাধান খোঁজা হচ্ছে। কর্মপরিকল্পনার আলোচনায় ওয়ার্কিং গ্রুপকে সম্পৃক্ত করা হবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, দাবিগুলো নিয়ে হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়, বরং পর্যায়ক্রমে সবকিছু বিবেচনা করা হবে। ন্যায্যতার ভিত্তিতে সবার জন্য সমাধান নিশ্চিত করতে চায় সরকার।
শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশে উপদেষ্টা বলেন, সন্তানদের বোঝাতে হবে যেন তারা আর কোনো নতুন কর্মসূচি না দেন। সরকার ইতোমধ্যেই পদক্ষেপ নিয়েছে এবং আলোচনা অব্যাহত রয়েছে।
শেষে তিনি আহ্বান জানান, যেন পরিস্থিতি জটিল না হয় এবং আলোচনার মাধ্যমে সবার জন্য গ্রহণযোগ্য সমাধান বের করা যায়।