প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫
কক্সবাজার শহরের গুনগাছতলা ও নুনিয়ারছড়া এলাকায় বাঁকখালী নদীর উচ্ছেদকে কেন্দ্র করে বিক্ষোভের কারণে সড়ক অবরোধ হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটি নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযানের চেষ্টা শুরু করলে স্থানীয়রা প্রতিবাদে পথে নামে।
বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে টায়ার পোড়াতে শুরু করে এবং অভিযানে ব্যবহৃত একটি এস্কেভেটর ভাঙচুর করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উচ্ছেদ অভিযানের সঙ্গে পুলিশের উপস্থিতি থাকলেও বিক্ষোভকারীরা তাদের ঘিরে ধরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ ও সেনাবাহিনী চেষ্টা চালাচ্ছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে সড়ক মুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। তবে পরিস্থিতি এখনও শান্ত নয়। এলাকায় নিরাপত্তা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সড়ক অবরোধের কারণে কক্সবাজার বিমানবন্দরের দিকে যাত্রী চলাচল ব্যাহত হয়েছে। আগত এবং প্রস্থানের যাত্রীরা সড়কে আটকে পড়েছেন। এ কারণে জরুরি পরিবহন ও স্থানীয় যাত্রীরাও সমস্যায় পড়েছেন।
স্থানীয়রা জানান, নদীর তীরে দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। উচ্ছেদ অভিযান শুরু হলে তারা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে নেমেছেন। পরিস্থিতি এখনও উত্তপ্ত।
উচ্ছেদ অভিযানের সঙ্গে থাকা কর্মকর্তারা বলছেন, নদী ও পরিবেশ রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নদী পুনরায় স্বাভাবিক গতিতে চলার জন্য প্রশাসন কঠোর মনোভাব গ্রহণ করেছে।
প্রসঙ্গত, বাঁকখালী নদী কক্সবাজার শহরের একটি গুরুত্বপূর্ণ নদী। এটি শহরের পানি ও পরিবেশগত ভারসাম্যের জন্য অপরিহার্য। দখলদারদের উচ্ছেদ না করলে নদী বিষমভাবে প্রভাবিত হতে পারে বলে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন।
এ মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চালাচ্ছে। এলাকাবাসী ও প্রশাসন উভয়ই আশা করছেন, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এবং সড়ক খুলে যাত্রী চলাচল স্বাভাবিক হবে।