কমলগঞ্জে বাঁশের খুঁটিতে ঝুঁকিপূর্ণ সংযোগ, আতঙ্কে স্থানীয়রা

শেয়ার করুনঃ
কমলগঞ্জে বাঁশের খুঁটিতে ঝুঁকিপূর্ণ সংযোগ, আতঙ্কে স্থানীয়রা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে অবৈধ বিদ্যুৎ সংযোগের ব্যবসা রমরমা আকার ধারণ করেছে। এসব সংযোগের কারণে জনজীবনে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি বেড়ে চলেছে। বিশেষ করে বাঁশের খুঁটি ব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে তার টেনে সংযোগ দেওয়ায় বড় ধরনের বিপদের আশঙ্কা তৈরি হয়েছে।

কমলগঞ্জ-শমশেরনগর সড়কের পাশের আলীনগর চা বাগানের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মহসিন আলী রাস্তার ধারে একটি ঝুপড়ি ঘরে অবৈধভাবে সংযোগ নিয়ে সেখান থেকে প্রায় ৬/৭টি বাঁশের খুঁটির মাধ্যমে বিদ্যুৎ টেনে মুরগির ফার্ম চালাচ্ছেন। স্থানীয়রা জানিয়েছেন, এ ধরনের ঝুঁকিপূর্ণ সংযোগে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এছাড়া উপজেলার শমশেরনগর, আলীনগর, মাধবপুর, ভানুগাছ ও শমশেরনগর রেলওয়ে স্টেশন এলাকা ঘিরে শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও কলোনিতে একইভাবে অবৈধ সংযোগ দেওয়া হয়েছে। লাইট, ফ্যান, ফ্রিজ, ইলেকট্রিক আয়রন এমনকি হোটেল ব্যবসায়ও এসব সংযোগ ব্যবহার করা হচ্ছে। অবৈধ ব্যবহারকারীরা মাস শেষে ১৫০০ টাকা পর্যন্ত বিল পরিশোধ করেন বলে জানা গেছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, পল্লী বিদ্যুৎ কর্মীরা এসব অবৈধ সংযোগে প্রত্যক্ষভাবে জড়িত। ফলে সরকার প্রতি মাসে কয়েক লাখ টাকা রাজস্ব হারাচ্ছে।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif
তবে কমলগঞ্জ জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার সাদেক মিয়া দাবি করেছেন, “আমরা অবৈধ সংযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। কেউ তথ্য দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার ঘোষ বলেন, “যারা অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

ডাকসু নির্বাচন ঘিরে বিকেল থেকে ঢাবি মেট্রোরেল স্টেশন সাময়িক বন্ধ

ডাকসু নির্বাচন ঘিরে বিকেল থেকে ঢাবি মেট্রোরেল স্টেশন সাময়িক বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যাত্রীদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। ডিএমটিসিএলের ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল হক স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত

সিরাজগঞ্জে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে ওসি'র মতবিনিময়

সিরাজগঞ্জে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে ওসি'র মতবিনিময়

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার আওয়াধীন মহাসড়কের নিরাপত্তা নিশ্চিতকল্পে পিক-আপ সিএনজি,অটোরিকশা মালিক ও শ্রমিকদের সাথে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় হাটিকুমরুলের ট্রাক ও কাভার্ড ভ্যান স্ট্যান্ডে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন। এসময় তিনি, মহাসড়কের  শৃঙ্খলা রক্ষায় নানা দিকনির্দেশনা মূলক বক্তব্য

ভূঞাপুরে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

ভূঞাপুরে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মাদক বিক্রি ও সেবনের দায়ে দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কষ্টাপাড়া ও ভালকুটিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—ভালকুটিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আব্দুল মালেক ও কষ্টাপাড়া গ্রামের সমেশের ছেলে শুক্কুর আলী। তাদের মধ্যে আব্দুল মালেককে দুই বছরের কারাদণ্ড

খাগড়াছড়িতে ইউপিডিএফ পরিচয়ে চাঁদাবাজি, যুবক গ্রেপ্তার

খাগড়াছড়িতে ইউপিডিএফ পরিচয়ে চাঁদাবাজি, যুবক গ্রেপ্তার

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্য পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে মোঃ রিয়াজ উদ্দিন (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে দিঘীনালা উপজেলার শান্তিনগর এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে। পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঠাকুরছড়া পিটিআই এলাকায় এক ব্যবসায়ীর ফোনে কল দিয়ে নিজেকে ইউপিডিএফ সদস্য পরিচয় দেন অজ্ঞাত এক ব্যক্তি। তিনি ব্যবসায়ীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি

সরাইলে গ্রাম আদালত কর্মশালা ও সাক্ষরতা দিবস পালন

সরাইলে গ্রাম আদালত কর্মশালা ও সাক্ষরতা দিবস পালন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় সচেতনতামূলক কর্মশালা এবং আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ কর্মশালা ও আলোচনা সভার আয়োজন করা হয়। পর্যায়ক্রমে দুপুর পর্যন্ত দুটি অনুষ্ঠান চলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জেলা সমন্বয়ক মেরাজুল ইসলাম কর্মশালায় গ্রাম আদালতের