প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫
টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স তাহের এন্ড কোং ফিলিং স্টেশনের সামনে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-১৪ ও সিপিসি-৩-এর আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে ০৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত প্রায় ৮.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় স্থানীয় পথচারীরা পোষাক পরিহিত র্যাব সদস্যদের উপস্থিতি টের পাওয়ায় পালানোর চেষ্টা করলে মোঃ ইব্রাহীম আলী (২৯) নামে এক ব্যক্তি আটক হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ ইব্রাহীম আলীর কাছ থেকে ১১ কেজি ২০০ গ্রাম অবৈধ গাঁজা জব্দ করা হয়েছে। সঙ্গে থাকা দুটি মোবাইলও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩,৩৬,০০০/- (তিন লক্ষ ছত্রিশ হাজার) টাকা। র্যাব সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকা ও আশেপাশের স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
র্যাবের এ অভিযান স্থানীয়দের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। এলাকাবাসী জানান, মাদকদ্রব্যের লেনদেন প্রায়শই বাসস্ট্যান্ড সংলগ্ন পাকা রাস্তায় হয়। প্রশাসনের উপস্থিতি ও দ্রুত অভিযান এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বার্তা দিচ্ছে।
মাদক নিয়ন্ত্রণ আইনে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ধৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত হস্তান্তর করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় বিচারিক ব্যবস্থা নেওয়া হবে।
র্যাব-১৪ ও সিপিসি-৩-এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক চক্রকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালানো হবে। তিনি আরও জানান, স্থানীয়দের সহযোগিতা মাদকদ্রব্য দমন কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়ক হবে।
এই অভিযান টাঙ্গাইলের মাদকবিরোধী প্রচেষ্টায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে।