মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় গোপালপুর গ্রামের কাউছার আহমদকে (জিআর-৮৮/১৯) গ্রেফতার করা হয়। তিনি দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন মামলার পরোয়ানায় আরও সাতজনকে আটক করা হয়। তারা হলেন—সৎপুর গ্রামের রুবেল আহমদ (সিআর-৩৩৪/২৪), সমনবাগ চা বাগানের সুশীল ভুমিজ (জিআর-৫৮/২১), কাশেমনগরের মোছাঃ জানু বেগম (সিআর-৩৬৫/২৫), কেছরীগুলের হাওয়ারুন নেছা (জিআর-১৮/২০২৫), বাঘাটিলার পিয়ারা বেগম (ননজিআর-৮২/২৪) ও জাহানারা বেগম (সিআর-৫৫১/২৪)।
অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—রুমন আহমদ, রুবেল আহমদ ও কামিল আহমদ। এছাড়া পুলিশ আইন ৩৪ ধারায় উত্তর মুছেগুল গ্রামের ফখর উদ্দিনকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বড়লেখা থানার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান নিয়মিতভাবে চালানো হবে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কেউ আইনের বাইরে থাকবে না বলেও সতর্ক করেছেন তারা।