জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন আহবায়ক মঞ্জুর মোর্শেদ চৌধুরীর দিক নিদের্শনায় জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩ টায় জয়পুরহাট জেলা ও পাঁচবিবি থানা তাঁতীদলের যৌথ আয়োজনে পৌরসভার ৬ নং ওয়ার্ডের নাকরগাছী গ্রামের নারীদের নিয়ে এক উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নারকগাছী গ্রামের তাঁতীদলের সভানেত্রী সামছুনাহার এর সভাপতিত্বে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা তাঁতীদলের আহবায়ক রুহুল আমিন মন্ডল।
এসময় থানা তাঁতী দলের সভানেত্রী ফেরদৌসী, নাকরগাছি গ্রামের তাঁতী দলের সহ-সভানেত্রী সুবর্না, সাধারণ সম্পাদক বৃষ্টি বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন। এসময় স্লোগানের মধ্য দিয়ে বলেন,মা-বোনেরা সালাম নিন ধানের শীষে ভোট দিন, আপনার-আমার মার্কা ধানের শীষ মার্কা। বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা,তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা, মঞ্জুর মোর্শেদ চৌধুরীর মার্কা ধানের শীষ মার্কা।
জেলা তাঁতীদলের আহবায়ক রুহুল আমিন মন্ডল জানান,বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন আহবায়ক মঞ্জুর মোর্শেদ চৌধুরীর দিক নিদের্শনায় রাস্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বার্তা প্রত্যন্ত গ্রামাঞ্চলের নারীদের কাছে পৌছে দেওয়ায় আমাদের মূল লক্ষ্য। আগামী জাতীয় নিবার্চনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর হাতকে শক্তিশালী ভাবে গড়ে তুলতে আমরা গ্রামাঞ্চলে নারীদের নিয়ে কাজ করে যাচ্ছি।
আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন আহবায়ক মঞ্জুর মোর্শেদ চৌধুরীকে জয়পুরহাট-১ আসনের এমপি হিসাবে দেখতে চাই।