প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন অনিয়মের অভিযোগ উঠেছে। জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের জানান, কেন্দ্রে পোলিং এজেন্ট, সাংবাদিক ও মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের প্রবেশ নিষেধ করা হচ্ছে। তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, এ পরিস্থিতিতে ভোট সুষ্ঠু হওয়া কঠিন হবে।
এস এম ফরহাদ আরও বলেন, ভোটকেন্দ্রের ১শ মিটারের ভিতরে প্রচারণা নিষিদ্ধ থাকলেও ছাত্রদল নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। প্রশাসনকে অভিযোগ জানানো হলেও এখনও কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ ধরনের অনিয়মের কারণে প্রার্থী ও ভোটারদের মধ্যে শঙ্কা ছড়িয়েছে।
নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন যথাযথ পদক্ষেপ নেয়, তা এস এম ফরহাদ অনুরোধ করেছেন। তিনি বলেন, ভোটাররা তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে সক্ষম হবেন কিনা তা নিশ্চিত করতে প্রশাসনের সরাসরি নজরদারি প্রয়োজন।
কেন্দ্রে উপস্থিত পোলিং এজেন্টরা অভিযোগ করেছেন যে, কিছু প্রার্থীর পক্ষে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। এ অবস্থায় ভোটারদের মধ্যে উৎকণ্ঠা দেখা যাচ্ছে। তাদের দাবি, কেন্দ্রে পোলিং এজেন্ট এবং সাংবাদিকদের অবাধ প্রবেশ নিশ্চিত করতে হবে যাতে ভোট প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠু হয়।
নির্বাচন চলাকালীন কেন্দ্রে নিরাপত্তা বাহিনী উপস্থিত থাকলেও প্রশাসনিক তৎপরতার অভাব ভোটপ্রক্রিয়ায় অনিশ্চয়তা সৃষ্টি করছে। ভোটকেন্দ্রে যারা প্রবেশ করতে পারছেন না, তারা বলছেন যে, ভোটাভুটি পর্যবেক্ষণের সুযোগ না পেলে প্রার্থীদের ন্যায্যতা যাচাই করা সম্ভব হবে না।
এদিকে, ছাত্রদল প্যানেল নির্বাচনে তাদের প্রার্থীদের জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছে। ভোটকেন্দ্রের বাইরে এবং আশেপাশের এলাকায় উন্মুক্ত সভা ও পোস্টারিং করা হচ্ছে, যা নিয়মবিরোধী হিসেবে চিহ্নিত হয়েছে। প্রশাসনের নীরবতা এ পরিস্থিতিকে আরও জটিল করেছে।
ভোটারদের মধ্যে শঙ্কা থাকলেও অনেক শিক্ষার্থী ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হয়েছেন। তারা আশ্বাস দিয়েছেন যে, তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করবেন। তবে কেন্দ্রে অবাধ প্রবেশ না দেওয়া হলে ভোটের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হতে পারে।
নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রে সকল প্রার্থী ও পর্যবেক্ষককে সমান সুযোগ দেওয়া অপরিহার্য। প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে ভোটকে স্বচ্ছ ও সুষ্ঠু করে তোলা।