সরাইলে ভোট উৎসবে প্রশংসিত প্রশাসন!

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই মে ২০২৪ ০৩:৩১ অপরাহ্ন
সরাইলে ভোট উৎসবে প্রশংসিত প্রশাসন!

আজ ৮ মে বুধবার সরাইল উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করে উপজেলাবাসীর প্রশংসা কুড়িয়েছে প্রশাসন। নির্বাচনের দিন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে।


নির্বাচনে ভোটারদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে রাতে ফল প্রকাশ পর্যন্ত নির্বাচনের মাঠে উপস্থিত থেকে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবা উল আলম ভূইঁয়া,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাসরিন সুলতানা(রিপা) ওসিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল- সার্কেল) এএসপি মো. রকিবুল হাসান,সরাইল থানাঅফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম।আইন- শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতিতে সন্তুষ্ট প্রকাশ করেন ভোটাররা। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে ভোটাররা খুশি হয়ে প্রশাসনকে ধন্যবাদ জানান। ৮ তারিখ ভোটের দিন ব্রাহ্মণবিড়িয়া সরাইল উপজেলা ছিলো ভোট উৎসব। ভোট উপলক্ষ্যে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষন করতে ভোটের দিন বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন,সরাইল উপজেলা উপজেলা নির্বাহি অফিসার মো. মেজবা উল আলম ভূইঁয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার ( সরাইল- সির্কেল) এএসপি মো, রকিবুল হাসান।সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল ইসলামসহ র‍্যাব, বিজিবি ও পুলিশের সদস্যবৃন্দ।সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে উল্লেখযোগ্য ভোট প্রয়োগ করেন ভোটাররা।সরাইল উপজেলায় ৮৪ টি কেন্দ্র  প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য নিয়োজিত ছিলো। ১০ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, বিজিবি, র‌্যাাব,আনসারসহ আইন- শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করেছেন।সরাইল  উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা ও সহকারী রিটারিং কর্মকর্তা 


মাহবুবুল হক জানান, সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে ভোট গ্রহন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন, মো. শের আলম মিয়া মটর সাইকেল প্রতীক, ভাইস চেয়ারম্যান হিসাবে বিজয়ী হয়েছেন হানিফ আহমেদ তালা প্রতীক, মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে বিজয়ী হয়েছেন রোকেয়া বেগম হাঁস প্রতীককে বে-সরকারি ভাবে চেয়ারম্যান নিবার্চিত হয়েছেন।সরাইল উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট দিতে পেরে প্রশংসা করে জানান, এমন সুন্দর নির্বাচন  ভোটাররা কোনদিন ভুলবে না। এ নির্বাচন নজির হয়ে থাকবে বলে এখন এলাকার মানুষের মুখে- মুখে।।এদিকে নির্বাচনে সরাইলে ঝালভোটের দায়ে  কারাদণ্ড  প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।এদিকে ভোটের মাঠে কথা জানান দিলু মিয়া।


কথায় নয় কাজ করে প্রমান করলেন আপনারা সত। জীবনে প্রথম এত সুন্দর নিবার্চন দেখলাম। আপনাদের হাজার সালাম। ভোটার তাবির খান জানান,এত সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের চার স্যারকে সরাইল বাসির পক্ষ হয়তে সালাম ও অভিনন্দন।।লাকসা চন্দ্র শীল জানান, অসম্ভব সুন্দর একটা নির্বাচন দেখলাম।সরাইল উপজেলায়৮৪টি কেন্দ্রে। মোট ভোটকক্ষের সংখ্যা ৬৫১টি। ভোটার রয়েছেন মোট ভোট সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৬৬৪ জন। গতকাল সরাইল ছিল উৎসবমুখর পরিবেশ' ভোট উৎসব অনুষ্ঠান।


এ উৎসবের আনন্দে ভোটারদের কন্ঠে সুর উঠেছে সরাইল প্রশাসনের চার কর্মকর্তা  ভোটারদের ভোটার অধিকার প্রয়োগ করতে সকল প্রকার  ব্যবস্থা গ্রহন করেছেন। তাই সবাই বলে ' প্রশাসন পারে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে। সরাইল প্রশাসনের যেমন আইনের কথা' তেমন ভোটের মাঠে কর্মদক্ষতার প্রমাণ রেখেছেন প্রশাসন।। তাই ভোটারা নির্বিঘ্নে ভোট দিতে পারে অনেক খুশি। ভোটের পরের দিন আজ বৃহস্পতি বার ৯ মে সরাইল উপজেলা মানুষের মাঝে প্রতিহিংসা নেই 'শান্তিপূর্ণ নির্বাচনে বিজয়ও পরাজিত প্রার্থীদের মাঝে সোহার্দ্য পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। দেখা হয় কথার ফাকে ৭০ বছরের সফু মিয়া বলে, ভাই আজ পরিবেশটা' শান্তনা' কোন হৈ-হল্লা নেই? ধন্যবাদ সরাইল প্রশাসনকে।