প্রায় সব দেশেই ভিন্ন ভিন্ন বিভিন্ন আইডিয়া দিয়ে মানুষ জীবনকে সহজ করার চেষ্টা করে। সেই সব আইডিয়া নিয়েই আজ আমাদের ফাঁপরবাজের আয়োজন। চলুন দেখে আসা যাক-
২০. বাস ড্রাইভারকে ধন্যবাদ জানাতে ফেসবুক লাইকের মতো থ্যাংক বাটন (ফিনল্যান্ড)
© mehuakannussa / reddit
১৯. অন্ধকারেও দরজা খুলতে চাবির হোলের পাশে পাথুরে চিত্রকর্ম (জার্মানী)
© alphapaul98 / reddit
১৮. এলাকার কেউ অলিম্পিকে কেউ গোল্ড মেডেলে পেলে সে এলাকার পোস্ট বক্স স্বর্ণালী রং করে দেয়া হয় (যুক্তরাজ্য)
© tombola201uk / reddit
১৭. পার্কিং লট যেখানে জায়গা বাঁচায়, স্মার্ট পার্কিং প্রজেক্ট (দক্ষিণ কোরিয়া)
© k20grld
১৬. টয়লেটে প্রাইভেসী বাটন, যেন বাইরে টয়লটের শব্দ না যায়! (জাপান)
© peppershaker00 / reddit
১৫. ভাঙ্গা রাস্তায় ডেলিভারী পৌঁছে দিতে ইউপিএসের বাইসাইকেল ট্রাক! (ইতালী)
© hayaimonogachi / reddit
১৪. বারের সব টেবিলে গেম খেলার সুবিধা! (যুক্তরাজ্য)
© AKH4 / reddit
১৩. সিড়ি ভাঙ্গার সুবিধাসহ ট্রলি (জাপান)
© Tokyodrew / reddit
১২. বাসেই ইউএসবি পোর্ট সুবিধা (ফিনল্যান্ড)
© Rekordea / reddit
১১. ময়লা ফেলতে উদ্ভূদ্ব করতে ওয়াইফাই সুবিধাসহ ত্রাসবিন!
© glimpim01 / reddit
১০. চিপস খেতে প্লাস্টিক ফিঙ্গার (দক্ষিণ কোরিয়া)
© unknown / reddit
৯. স্টেশনের পথপ্রদর্শক (ডেনমার্ক)
© missidad / reddit
৮. ফার্স্ট ফুড দোকানে ওয়ান টাইম ইউজের জন্য তামাক (ফিনল্যান্ড)
© junn0 / reddit
৭. মহিলাদের গাড়ী পার্কিং জোন, যেন দ্রুত বের হতে পারে (সুইজারল্যান্ড)
© reddda / reddit
৬. পাবলিক বাইক, যেখানে ব্যায়ামের পাশাপাশি ফোন চার্জ দেয়া যায় (অষ্ট্রেলিয়া)
© CarvedHam / reddit
৫. অব্যবহৃত টেলিফোনবক্সগুলো এখন মেডিকেল ট্রিটমেন্টের জন্য ব্যবহৃত হয় (যুক্তরাজ্য)
© skillian / reddit
৪. বাইকের জন্য স্পটলাইট (যুক্তরাষ্ট্র)
© LegendInactive / reddit
৩. ট্যাক্সির ভেতরে গাছ, বাতাস বিশুদ্ধ করার জন্য (চীন)
© silentquest / reddit
২. পার্কেই বাইক রিপেয়ার স্টেশন (কানাডা)
© ionlyhavetwolegs / reddit
১. রাস্তা পার হওয়ার ক্রসিং লাইন রংয়ের পরিবর্তে মার্বেল স্টোন দিয়ে তৈরী (বেলজিয়াম)
© noobking101 / reddit
কোন উদ্ভাবনটি আপনার সবচেয়ে কার্যকরী ও উপযোগী মনে হয়েছে? কমেন্টে জানাতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ...
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।