কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
গোলাম সিদ্দিক জান্টু, জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: শনিবার ১৪ই আগস্ট ২০২১ ০৬:১৬ অপরাহ্ন
কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে আটজন এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম শনিবার (১৪ আগস্ট) সকাল ৯টায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বর্তমানে হাসপাতালে ১৫৪ জন করোনায় আক্রান্ত রোগী ও ৩৭ জন উপসর্গ নিয়ে মোট ১৯১ জন ভর্তি রয়েছেন।



পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৯২ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১.২৩% শতাংশ। একই সঙ্গে হাসপাতালে করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপও আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। এখন পর্যন্ত জেলায় ৯৩ হাজার ৬৪২ জনের নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়েছে। নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে ৮৮ হাজার ৫০৮ জনের। বাকিরা নমুনা পরীক্ষার প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন। 



বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৮০৯ জন। এদের মধ্যে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন ২০৬ জন। হোম আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৬০৩ জন।