প্রবাসী নারীর মৃত্যু: চিকিৎসক-প্রতিবেশী কোয়ারেন্টাইনে

নিজস্ব প্রতিবেদক
এরফান হোছাইন. জেলা প্রতিনিধি (কক্সবাজার)
প্রকাশিত: সোমবার ২৩শে মার্চ ২০২০ ১০:১৮ অপরাহ্ন
প্রবাসী নারীর মৃত্যু: চিকিৎসক-প্রতিবেশী কোয়ারেন্টাইনে

মৌলভীবাজার শহরের কাশীনাথ সড়কে জ্বর ও শ্বাসকষ্টে অসুস্থ হয়ে যুক্তরাজ্য প্রবাসী এক নারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে তার মৃত্যু হয়। ঘটনার পর ওই বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দা এবং সাতজন চিকিৎসক-নার্সকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে প্রশাসন। মৌলভীবাজারের পুলিশ সুপার মো. ফারুক আহমদ জানান, রোববার দুপুরে ওই নারীর মৃত্যু হয়। তার মৃত্যুর আসল কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। আপাতত ওই এলাকা ঘিরে রাখা হয়েছে।

স্থানীরা জানান, ওই নারী হৃদরোগ, ডায়াবেটিক, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। রোববার দুপুর দেড়টার দিকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ অবস্থায় স্বজনরা তাকে হাসপাতাল থেকে শহরের লাইফ-লাইন নামে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান।

সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ওই নারীর স্বজনরা তাকে কাশীনাথ রোডের বাসায় নিয়ে প্রচলিত নিয়মে গোসলসহ অন্যান্য কাজ সম্পন্ন করেন। পরে মরদেহ রাতে ফ্রিজিং গাড়িতে রাখা হয়। সোমবার দুপুরে সদর উপজেলার ভাদগাঁও গ্রামে ওই নারীর স্বামীর বাড়িতে তাকে নেয়া হয়। সেখানে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে একই এলাকার গিয়াসনগর ইউনিয়নে বিকাল ৩টায় জানাজা শেষে মাদরাসার পাশে তাকে দাফন করা হয়।

এলাকাবাসীর দাবি, ওই নারী ২০-২৫ দিন আগে যুক্তরাজ্য থেকে দেশে আসেন। তিনি কাশি ও সর্দি-জ্বরে ভুগছিলেন। এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রোকসানা ওয়াহিদ রাহি জানান, স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা মৃত নারীর বাসায় গিয়ে আলামত সংগ্রহ করেছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব