নকলায় করোনা আতঙ্কে পিপিই ও হ্যালমেট পড়ে রিক্সা চালাচ্ছেন রুপচান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৩১শে মার্চ ২০২০ ১২:৫৯ অপরাহ্ন
নকলায় করোনা আতঙ্কে পিপিই ও হ্যালমেট পড়ে রিক্সা চালাচ্ছেন রুপচান

করোনা ভাইরাস আতঙ্কে সকল প্রকার যানবাহন ও হাটবাজার অঘোষিত লকডাউনে থাকালেও নকলা শহরে ভ্যান, অটো সিএনজি ও রিক্সা অবাধে চলছে। মঙ্গলবার দুপুরে নকলা চন্দ্রকোনা সড়কে পিপিই (পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট), মাস্ক, হ্যান্ড গ্লাভস ও  হ্যালমেট পড়ে একজনকে রিক্সা চালাতে দেখা যায়। 

জানা যায়, এ রিক্সা চালকের বাড়ি নকলা পৌরসভার মমিনাকান্দা এলাকায়। তার নাম রুপচান মিয়া (২৫), পিতার নাম শমসের আলী। ঘরে খাবার না থাকায় পরিবারের তাগিদে পিপিই, মাস্ক, হ্যান্ডগ্লাভস ও হ্যালমেট পড়ে গত কয়েকদিন যাবৎ রিক্সা চালিয়ে, যাত্রী কম থাকায় প্রতিদিন সীমিত কয়েক টাকা উপার্জন করতে পারছেন তিনি। সারাদেশে চিকিৎসা কাজে নিয়োজিত ব্যক্তিগণ, সাংবাদিক, পুলিশ ও অন্যান্য পেশার লোকদের পিপিই’র সংকট থাকলেও একজন রিক্সা চালক এসব সামগ্রী কোথা থেকে পেল এ প্রশ্নের উত্তরে রুপচান জানায়, আমি ঢাকার একটি পোশাক কারখানায় চাকুরী করতাম। সেখান থেকে এ সরঞ্জাম সমূহ সংগ্রহ করেছি।