করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে টি-টোয়েন্টি নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন নিম্নআয়ের ৬০ পরিবারের মাঝে এক সপ্তাহের খাবার বিতরণ করেছেন।
শুক্রবার সকাল ১০টার দিকে খুলনার রূপসা উপজেলার আইচগাতি ইউপির মিল্কি দেয়ারায় তার নিজ বাড়ির আশপাশের মানুষের মাঝে তিনি এ খাবার বিতরণ করেন। এ সময় সালমা করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানোর ও ভাইরাস সংক্রমণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান ।
অধিনায়ক সালমা খাতুন জানান, তার এ সাহায্য অব্যাহত থাকবে। তিনি সব নারী ক্রিকেটারসহ ক্রীড়াঙ্গনের সবাইকে নিম্মআয়ের খেটে খাওয়ার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী’র নির্দেশনা অনুযায়ী বাড়িতে থাকার এবং বারবার সাবান দিয়ে হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অনুরোধ জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।