টাঙ্গাইলে নতুন করে আরও ১১ জন করোনায় আক্রান্ত
এদের মধ্যে মধুপুর উপজেলায় তিনজন, কালিহাতী উপজেলায় দুইজন, নাগরপুর উপজেলায় একজন, দেলদুয়ার উপজেলায় একজন, সদর উপজেলায় তিনজন এবং ঘাটাইল উপজেলায় একজন রয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৪৬ জনে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীসহ নতুন ১১জন আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে টাঙ্গাইলে আক্রান্তের সংখ্যা ১৪৬ জনে। আক্রান্তদের মধ্যে ১০৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও ৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আর মৃত্যুবরণ করেছেন চারজন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।