গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে নতুন আরও ৩ জনসহ মোটা করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ১৮২ তে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনগত রাতে বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান।তিনি জানান, সর্বশেষ রোববার (২৬ এপ্রিল) ঢাকার মহাখালীর আইপিএইচ এর এমপিএমএল ল্যাবে পাঠানো ১৩২ জনের নমুনার মধ্যে ৩টি নমুনা বাতিল (ইনভিলিট) হয়। বাকি ১২৯ নমুনা থেকে প্রতিবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৩ জনের কোভিড-১৯ পজিটিভ ও ১২৬ জনের নেগেটিভ এসেছে।
আক্রান্তদের ৩ জনের মধ্যে-তাড়াইল উপজেলায় দুইজন ও কটিয়াদী উপজেলায় একজন রয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১৮২ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এছাড়া বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ৭ জনসহ মোট ১৪ জন করোনা পজিটিভ রোগী সুস্থ হয়েছেন এবং মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হলো ৪ জনের।
ইনিউজ ৭১/ জি.হা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।