লোহাগাড়ায় করোনায় নতুন আক্রান্ত ১৪ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ১০ই মে ২০২০ ০৩:২৮ অপরাহ্ন
লোহাগাড়ায় করোনায় নতুন আক্রান্ত ১৪ জন

চট্টগ্রামের লোহাগাড়ায় নতুনভাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে স্বাস্থ্যকর্মীসহ ১৪ জন।রোববার (১০ মে) দুপুরে চট্টগ্রাম বিআইটিআইডি ল্যাব থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১ জন।

জানা যায়, গত ৩ মে নমুনা নিয়ে চট্টগ্রামে বিআইটিআইডি ল্যাবে পাঠানো হয়। রোববার নমুনা পরীক্ষার রিপোর্টে ১৪ জনের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।

এদের মধ্যে স্বাস্থ্যকর্মী ৭ জন পুরুষ, ৫ জন মহিলা এবং ২ জন আমিরাবাদ ও চুনতি এলাকার। ১২জন স্বাস্থ্যকর্মী লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে।এদের মধ্যে একজন আমিরাবাদ ও অন্যজন চুনতি এলাকার।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ বলেন, নমুনা পরীক্ষায় রোববারের রিপোর্টে ১২জন স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ আসে। তাদেরকে তাৎক্ষনিক স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।অপর দুইজনকেও আইসোলেশেন নিয়ে আসার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব