টাঙ্গাইলের গোপালপুরে ঢাকা ফেরত শিশুসহ নতুন করে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন, গোপালপুর পৌরসভার সূতী হিজুলী পাড়ার এসহাক আলীর ছেলে রিপন (৩১), ঝাওয়াইল ইউনিয়নের কাহেতার আমির আলীর ছেলে কবির হোসেন (৩৬) ও হাদিরা ইউনিয়নের চাতুটিয়ার আসাদুজ্জামানের ছেলে মাহফুজ (১১)।
আক্রান্ত শিশু ঢাকায় লেখাপড়া ও অপর দু’জন চাকুরী করতেন। ঈদ উপলক্ষে তারা সবাই গ্রামের বাড়ী এসেছেন। এ নিয়ে ফার্মাসিস্টসহ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২জনে।
এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩জন। রবিবার সকালে গোপালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীম আল রাজী লিটন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনার উপসর্গ থাকায় ঈদের আগে ও পরে তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। রবিবার সকালে পরীক্ষার ফলে তাদের কোভিড-১৯ পজিটিভ আসে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস জানান, আক্রান্তদের বাড়ী লকডাউনসহ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।