করোনায় আক্রান্ত মেয়র আরিফুলের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৩রা জুন ২০২০ ০৯:৫৬ পূর্বাহ্ন
করোনায় আক্রান্ত মেয়র আরিফুলের স্ত্রী

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে বলে জানান সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।

জাহিদুল বলেন, শরীরে জ্বর থাকায় মঙ্গলবার দুপুরে স্যাম্পল দেন শ্যামা হক। নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে। শ্যামা হক সুস্থ আছেন। তিনি বাসায় অবস্থান করছেন।এদিকে একই দিনে নমুনা পরীক্ষার ফলাফলে মেয়র আরিফুল হকের গাড়িচালক শাহিন আহমদও করোনা ভাইরাসে আক্রান্ত হন।এর আগে গত ২৩ মে সিটি মেয়রের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন করোনাভাইরাসে আক্রান্ত হন। সে সময় মেয়র আরিফুলের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।

ইনিউজ ৭১/ জি.হা