করোনায় এবার প্রাণ গেল উপ-কর কমিশনারের
মহামারি করোনাভাইরাসে মারা গেছেন জাতীয় রাজস্ব বোর্ডের উপ-কর কমিশনার সুধাংশু কুমার সাহা। আজ সোমবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে গত মাসের শেষ সপ্তাহে সুধাংশু কুমার সাহা সপরিবারে করোনায় আক্রান্ত হন। এর মধ্যে তার অবস্থার অবনতি হলে ২৭ মে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সুধাংশুর স্ত্রী মানষী সাহা, তাদের সাত বছর বয়সী কন্যা শিশু সাঁঝবাতি স্ত্রী, সাত বছরের মেয়ে এবং গৃহকর্মীও করোনায় আক্রান্ত হয় তখন। তবে তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। তাদের সর্বশেষ অবস্থা সম্পর্কে অবশ্য জানা সম্ভব হয়নি। সুধাংশু কুমার সাহা কর অঞ্চল-৩ এ কর্মরত ছিলেন।
সুধাংশু কুমার সাহা গত ১৪ মে সর্বশেষ অফিস করেন। এরপর তার জ্বরসহ করোনাভাইরাসের আরো কিছু উপসর্গ দেখা দিলে তিনি নমুনা পরীক্ষা করান। তার রিপোর্ট পজিটিভ আসে। প্রথমে তিনি বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।