মাদারীপুরের একদিনে সর্বোচ্চ ৭০জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১৬ই জুন ২০২০ ১০:৪৭ অপরাহ্ন
মাদারীপুরের একদিনে সর্বোচ্চ ৭০জন করোনায় আক্রান্ত

মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় প্রথম দফায় ২৩জন এবং দ্বিতীয় দফায় ৪৭ মোট ৭০জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৩৯,কালকিনিতে: ৮ জন,শিবচরে ৮ জনএবং রাজৈরে ১৫ জন,  এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪২৩ জনে।আজ  মঙ্গলবার সিভিল  সার্জন  মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৮ ঘণ্টায় জেলায় ১৯৫জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন হাতে এসেছে। এর মধ্যে ৭০ জন পজিটিভ হন। এদের মধ্যে সদর থানার একজন এস,আই ও তিন পুলিশ আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি ৩৯ জন শনাক্ত হয়েছে মাদারীপুর সদরউপজেলায় । এ নিয়ে এই উপজেলায় রোগীর সংখ্যা দাঁড়াল ১৩৮জন, যা জেলার মধ্যে সবচেয়ে বেশি।

এ ছাড়া কালকিনি উপজেলায় নতুন করে আরও ৮ জন । জেলায় এ পযন্ত করোনা পজিটিভ হয়ে  মারা গেছেন ৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১৯ জন। স্বাস্থ্য বিভাগ মতে, জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৪২৩ জন। এর মধ্যে সদর উপজেলায় ১৩৮ জন, শিবচর উপজেলায় ৭২ জন, রাজৈর উপজেলায় ১২৯ জন এবং কালকিনি উপজেলায় ৮৪ জন।