পলাশে স্বাস্থ্যবিধি বাস্তবায়ন নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মামলা

নিজস্ব প্রতিবেদক
আল-আমিন মিয়া, উপজেলা প্রতিনিধি পলাশ (নরসিংদী)
প্রকাশিত: শুক্রবার ১৯শে জুন ২০২০ ০৪:৩৪ অপরাহ্ন
পলাশে স্বাস্থ্যবিধি বাস্তবায়ন  নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ মামলা

নরসিংদীর পলাশে মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধি বাস্তবায়ন করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের নির্দেশে উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। এসময় সামাজিক দূরত্ব না মানায়, মাস্ক ব্যবহার না করায় ও স্বাস্থবিধি মেনে না চলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক দুটি মামলা করে জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন,মহামারি করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের নির্দেশক্রমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, বাধ্যতামূলক মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। কেউ যদি সামাজিক দূরত্ব বজায় না রাখে ও মাস্ক ব্যবহার না করে অহেতুক বাইরে ঘুরাফেরা করে। তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যা প্রতিদিনই অব্যাহত থাকবে।