দেশে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৩,৪৬২ ও মৃত্যু ৩৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৪শে জুন ২০২০ ০২:৩৫ অপরাহ্ন
দেশে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৩,৪৬২ ও মৃত্যু ৩৭

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেলেন ১ হাজার ৫৮২ জন। একই সময়ে এ ভাইরাসে আরও ৩ হাজার ৪৬২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ফলে দেশে এখন মোট করোনা রোগী ১ লাখ ২২ হাজার ৬৬০ জন।

বুধবার (২৪ জুন) বেলা আড়াইটায় করোনাভাইরাস সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করা হয়। সেখানে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।