সাকিবদের ২২ রানে হারালো দোলেশ্বর

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৮ই জুন ২০২১ ০৮:১২ পূর্বাহ্ন
সাকিবদের ২২ রানে হারালো দোলেশ্বর

সাভারে বিকেএসপির ৪ নম্বর মাঠে বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হয়। অতঃপর ম্যাচ শুরু হলেও নেমে আসে মাত্র ৬ ওভারে। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএলে) এই ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।


সকালে টস জিতে দোলেশ্বরকে ব্যাটিংয়ে পাঠায় মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান।ব্যাট করতে নেমে দোলেশ্বরের ওপেনার ইমরানুজ্জামানের ১৪ বলে ঝড়ো ৪১ রানের ইনিংসের সঙ্গে শামিম হোসেনের ২৯ (১৬) রানে ৪ উইকেটে ৭৮ রান তোলে।


মোহামেডানের পক্ষে সাকিব আল হাসান, রুয়েল মিয়া নেন ১টি করে উইকেট। আবু জায়েদ নেন ২ উইকেট।জবাবে ব্যাট করতে নেমে মোহামেডানের দুই ওপেনার পারভেজ হোসেন ও শুভাগত হোম সাজঘরে ফেরেন গোল্ডেন ডাক মেরে।


তিন নম্বরে ব্যাট করতে নামা সাকিব আল হাসান ১৪ বলে ২২, নাদিফ চৌধুরী ১১ বলে ১৬ আর ইরফান শুক্কুরের ৮ বলে ১১ রান যথেষ্ট হয়নি জয়ের জন্য।৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৬ রান তুলে ২২ রানে হেরে যায় মোহামেডান। দোলেশ্বরের পক্ষে ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। ১টি উইকেট নেন রেজাউর রহমান।