চলতি বছর ২০২১-২২ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিভুক্ত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত ১ জুলাই ২০২১ থেকে কার্যকর হওয়া এ চুক্তি বলবৎ থাকবে ৩০ জুন ২০২২ তারিখ পর্যন্ত। এবারের চুক্তিতে জায়গা পেয়েছেন মোট ২০ জন ক্রিকেটার।
এবারের কেন্দ্রীয় চুক্তিতে নতুন করে ঢুকেছেন ৮ জন ক্রিকেটার, যারা ছিলেন না গত বছরের কেন্দ্রীয় চুক্তিতে। আগের চুক্তি থেকে বাদ পড়া ডানহাতি পেসার হাসান আলি এবার জায়গা পেয়েছে সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরি। পাশাপাশি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানকেও রাখা হয়েছে ‘এ’ ক্যাটাগরিতে।
হাসান আলি ছাড়া এবারের চুক্তিতে নতুন করে জায়গা করে নেয়া বাকি ৭ জন হলেন ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, মোহাম্মদ নাওয়াজ, নৌমান আলি, ইমরান বাট, শাহনাওয়াজ দাহানি ও উসমান কাদির। সবশেষ তিনজনকে রাখা হয়েছে ইমার্জিং ক্যাটাগরিতে।
গত বছরের ২১ জনের চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে বাদ পড়েছেন আসাদ শফিক, হায়দার আলি, হারিস সোহেল, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শান মাসুদ ও উসমান শিনওয়ারি। এই ৯ জনের জায়গায় নতুন করে নেয়া হয়েছে ৮ জনকে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।