মিরপুরের উইকেটে ব্যাটিং চ্যালেঞ্জিং: লিটন

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার ৬ই সেপ্টেম্বর ২০২১ ১০:০৮ অপরাহ্ন
মিরপুরের উইকেটে ব্যাটিং চ্যালেঞ্জিং: লিটন

তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের জয়ে সিরিজটা জমেছে বেশ। সিরিজ জিততে বাকি দুই ম্যাচের মধ্যে অন্তত একটি জয় প্রয়োজন বাংলাদেশের। গত রবিবার ৭৬ রানে অলআউট হওয়ার স্মৃতি ভুলে যেতে চায় টাইগাররা। ইতিবাচক থেকেই বুধবার চতুর্থ ম্যাচে নামবে বাংলাদেশ দল। সোমবার অনুশীলনে ছিল না টাইগারদের। পুরো দলই বিশ্রামে ছিল। হোটেলে জিম, সুইমিং করেছেন ক্রিকেটাররা।


গত রবিবার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১২৯ রানের টার্গেট পাড়ি দিতে পারেনি বাংলাদেশ দল। চেনা কন্ডিশনে নিউজিল্যান্ডের কাছে ৫২ রানের হারে নিজের দায়ও দেখছেন লিটন দাস। ভালো শুরুর পরও আক্রমণাত্মক হতে গিয়ে ১৫ রানে আউট হয়েছেন তিনি। ম্যাককনকির ওভারে দুটি চার মেরেছিলেন, পরে সুইপ খেলতে গিয়ে এলবির ফাঁদে পড়েন লিটন।


লিটন বলেছেন, ‘আমার কাছে যেটা মনে হয় আমি আর নাঈম শুরুটা ভালো দিয়েছিলাম, আমি যদি ওই জায়গাটায় আরেকটু বিচক্ষণ ক্রিকেট খেলতে পারতাম, আরেকটু দায়িত্ব নিতে পারতাম জিনিসটা সহজ হয়ে যেত। কারণ দ্বিতীয় ম্যাচেও আমার ও নাঈমের ভালো একটা জুটির কারণে পরের ব্যাটসম্যানরা সহজ ব্যাটিং করতে পেরেছে। এরকম সুযোগ আসলে পরের বার চেষ্টা করবো ইনিংসটা বড় করার জন্য।’



মিরপুরের উইকেটে ব্যাটিং চ্যালেঞ্জিং। তাই সিঙ্গেলের উপর জোর দিতে বলছেন লিটন। তিনি বলেছেন, ‘ যেহেতু লো স্কোরিং ম্যাচ হচ্ছে তো স্কোর করাটা এত সহজ না। বাউন্ডারি মারাটা আরও কঠিন, ওভার বাউন্ডারি বা এমনি বাউন্ডারি মারাটাই অনেক কঠিন। আমার কাছে মনে হয় সিঙ্গেলে একটু বেশি ফোকাস দিতে হবে। রানিং বিটুইন দ্য উইকেটে একটু বেশি ফোকাস দিতে হবে।’