দিনাজপুরের বিরামপুরে বঙ্গবন্ধু প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার জোতবানী ইউনিয়ন ছাত্রলীগ এর আয়োজনে জোতবানী হাইস্কুল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় জোতবানী ইউনিয়ন ছাত্রলীগ ১৪ ওভারে ৫৬ রানের টাগেট দিলে পবন কুন্ডু স্মৃতি সংঘ ৬ উইকেটে ৫৯ রান করে জয়লাভ করেন।
এসময় সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান মেসবাউল ইসলাম,উপজেলা ছাত্রলীগের নেতা মিতুঞ্জয় স্বাদেশ, বিশিষ্ট সমাজসেবক হাসান চৌধুরী, একইর উচ্চ বিদ্যালয়ের সভাপতি বাদশা চৌধুরী, শিবপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাহাবুল আলম,বিরামপুর পৌর ছাত্রলীগের সভাপতি মোস্তাকিম ইসলাম,কামাল ও শাওনসহ অনেকে উপস্থিত ছিলেন।খেলা শেষে বিজয়ী দল ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।