মায়াঙ্ক আগরওয়াল এবার পঞ্জাব কিংসের অধিনায়ক। ২০২২ আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে পঞ্জাব হারায় আরসিবিকে। তার পর দ্বিতীয় ম্যাচে কেকেআরের কাছে হার। তৃতীয় ম্যাচে আবার সিএসকের বিরুদ্ধে জিতল পঞ্জাব।
চেন্নাইয়ের বিরুদ্ধে ৫৪ রানের জয়ে পঞ্জাবের বোলার বৈভব আরোরার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। চার ওভারে মাত্র ২১ রান দিয়ে ২টি উইকেট নিয়েছিলেন তিনি।
রবিন উথাপ্পা ও মইন আলিকে ওই ম্যাচে আউট করেছিলেন বৈভব। তবে অনেকেই জানেন না, বৈভব ২০১৮ সালে ক্রিকেট ছেড়ে দিতে চেয়েছিলেন।
অভিষেক ম্যাচে এমন পারফর্ম করা বৈভব ২০১৮ সালে ক্রিকেট ছেড়ে প্রাইভেট চাকরি খোঁজার কথা ভেবেছিলেন। এমনটাই জানালেন তাঁর কোচ রবি বর্মা।
অভিষেক ম্যাচে এমন পারফর্ম করা বৈভব ২০১৮ সালে ক্রিকেট ছেড়ে প্রাইভেট চাকরি খোঁজার কথা ভেবেছিলেন। এমনটাই জানালেন তাঁর কোচ রবি বর্মা।
রবি বর্মা বলছিলেন, জেলা স্তরের একটি ম্যাচে ওর বলে সাতটি ক্যাচ পড়ে। হতাশ হয়ে যায় ও। আমাকে এসে বলে, স্যর আমাকে একটা প্রাইভেট চাকরি খুঁজে দিন প্লিড. আমি ওকে বোঝাই। তার পর কড়া সুরে বলি, এরকম মানসিকতা থাকলে আমাকে যেন আর ফোন না করে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।