লিড নিয়ে লাঞ্চ ব্রেকে শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৬শে মে ২০২২ ১২:১৪ অপরাহ্ন
লিড নিয়ে লাঞ্চ ব্রেকে শ্রীলঙ্কা

তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কা দলের সহকারী কোচ নাভিদ নেওয়াজ যেমনটা বলছিলেন, ‘আমরা লিড নিতে চাই। এর জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হবে।’ তবে নাভিদের শঙ্কা মতো লিড নিতে খুব একটা কঠোর পরিশ্রম করতে হয়নি দুই ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুস ও দীনেশ চান্ডিমালকে।


অনেকটা অনায়াসে বাকি থাকা ৮২ রান তুলে লিড নিলো লঙ্কানরা। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৬৫ রান টপকাতে সফরকারীদের খোয়া গেছে কেবল ৫টি উইকেট।চতুর্থ দিনে বাকি থাকা ৮২ রান তুলতে খেলতে হয়েছে ৩০ ওভার। চতুর্থ দিনে খেলা শুরু হয়েছে নির্দিষ্ঠ সময়ের আধা ঘণ্টা আগে। গতকাল তৃতীয় দিনে খেলা হতে পারেনি দেড় সেশন। বৃষ্টি বিঘ্নিত দিনে খেলা হয়েছিল কেবল ৫১ ওভার। এদিন ৫ উইকেটে ২৮২ রান তুলেছিল সফরকারীরা।


মধ্যাহ্ন বিরতির আগে অপরাজিত থাকা দুই ব্যাটার ম্যাথুস ও চান্ডিমালের জুটি থেকে এসেছে ১০৩ রান। শেঞ্চুরির অপেক্ষায় থাকা ম্যাথুস অপরাজিত আছেন ৯৩ রানে। চান্ডিমালও তুলে নিয়েছেন অর্ধশতক (৫৮*)। প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৩৬৯ রান।