নেওয়াজের জোড়া আঘাত, চাপে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ৭ই অক্টোবর ২০২২ ১১:২১ পূর্বাহ্ন
নেওয়াজের জোড়া আঘাত, চাপে বাংলাদেশ

পরপর দুই উইকেট হারিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বেশ চাপে পড়েছে বাংলাদেশ দল। ১৩তম ওভারের ৩য় ও ৪র্থ বলে লিটন ও মোসাদ্দেককে ফেরান মোহাম্মদ নেওয়াজ। মোসাদ্দেক ফেরেন শূন্য রানে। এ ছাড়া টাইগারদের অন্যতম আস্থার জায়গা লিটন ফিরেছেন ২৬ বলে ৩৫ রানে।পরের ওভারেই লিটন-মোসাদ্দেকের পথ ধরে সাজঘরে ফেরেন আফিফ। ২৩ বলে ২৫ রান করে ফেরেন তিনি। ৮ বলে ৮ রান করে ফেরেন দলীয় অধিনায়ক সোহান। ৬ উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ ১০১ রান।


১৮ বলে ১৪ রানে হারিস রউফের বলে ফিরে যান টাইগার ওপেনার সাব্বির।১১ বলে ১০ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন মেহেদি হাসান মিরাজ। ওয়াসিম জুনিয়রের বলে আসিফ আলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।


এর আগে, টস হেরে ব্যাটিংয়ে নাম পাকিস্তান দল। ওপেনিং জুটিতে ৫২ রান যোগ করে ফেরেন বাবর আজম। ২৫ বলে ২২ রানে বাবরকে ফেরান মেহেদি মিরাজ। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ২২ বলে ৪টি চার ও এক ছক্কায় ৩১ রানে মাসুদ ফেরেন মাসুদ। নাসুমের বল দারুণ ক্যাচ নেন হাসান মাহমুদ।


চার নম্বরে ব্যাট করতে আসা হায়দার আলী ৬ রানে এবং পাঁচ ও ছয়ে নামা ইফতিখার ১৩ রানে ও আসিফ আলী ৪ রানে ফিরে যান। তবে ওপেনার রিজওয়ান অবিচল ছিলেন। এক প্রান্তে আগলে লড়াই করেন তিনি। ৫০ বলে সাত চার ও দুই ছক্কায় খেলেন ৭৮ রানের অপরাজিত ইনিংস।


বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ২৫ দিয়ে পেসার তাসকিন আহমেদ ২ উইকেট নিয়েছেন। এ ছাড়া ৪ ওভারে ২২ রানে নাসুম এক উইকেট, ২ ওভারে ১২ রানে এক উইকেট নেন মিরাজ। তবে ব্যর্থ টাইগারদের সেরা বোলিং তারকা মুস্তাফিজ। ওভার প্রতি ১২ রান খরচে ৪৮ রান দিয়েছেন তিনি, থাকেন উইকেট শূন্য। এ ছাড়া আরেক পেসার হাসান মাহমুদও ছিলেন বেশ ছন্দহীন। ৪ ওভারে ৪২ রান দিয়ে নিয়েছেন এক উইকেট।


এদিকে ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে পাকিস্তান দলকে ব্যাটিংয়ে পাঠায় টাইগাররা। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান একাদশে নেই। সাকিবের অনুপস্থিতিতে টস করেছেন নুরুল হাসান।