হাতুরাসিংহের সহকারী হলেন নিক পোথাস

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৬ই এপ্রিল ২০২৩ ০২:৪৫ অপরাহ্ন
হাতুরাসিংহের সহকারী হলেন নিক পোথাস

দীর্ঘ জল্পনার পর বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ পাওয়া গেল। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার নিক পোথাসকে চন্দিকা হাতুরাসিংহের ডেপুটি হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিক পোথাসকে নিয়োগের খবরটি বিসিবি নিশ্চিত করেছে।


বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাবেক দক্ষিণ আফ্রিকার ব্যাটার নিক পোথাস বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। ৪৯ বছর বয়সী পোথাসের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বিসিবি। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন।'


প্রায় এক দশকের বেশি সময় ধরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোচিং করাচ্ছেন পোথাস। শ্রীলঙ্কা (২০১৭-১৮) ও ওয়েস্ট ইন্ডিজের (২০১৮-১৯) হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া দেশ দুটির ফিল্ডিং কোচও ছিলেন তিনি। বর্তমানে কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারের উইকেটকিপিং কোচের দায়িত্বে আছেন তিনি।