আলোচনায় বসতে বিসিবিতে ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ২৩শে অক্টোবর ২০১৯ ০৯:৫২ অপরাহ্ন
আলোচনায় বসতে বিসিবিতে ক্রিকেটাররা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে বিসিবিতে পৌঁছেছেন ক্রিকেটাররা। বুধবার (২৩ অক্টোবর) রাত নয়টার দিকে তারা বিসিবিতে পৌঁছান। এর আগে ক্রিকেটারদের পক্ষ থেকে দেশের ক্রিকেট বোর্ডকে ১৩টি সংবলিত চিঠি পাঠানো হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে গুলশান-২ এ সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের মুখপাত্র ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান এ তথ্য জানিয়েছেন। 

এর আগে গত সোমবার (২১ অক্টোবর) বেতন-ভাতাসহ জাতীয় লিগ, ঘরোয়া লিগ, জিমের সুবিধা, বাজে আম্পায়ারিংসহ নানা ইস্যুতে ধর্মঘটের ঘোষণা দেন ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন ও বেতন-ভাতা বাড়ানোসহ ১১ দফা দাবি জানিয়ে আন্দোলনে নামেন দেশের শীর্ষ ক্রিকেটাররা।

দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে নিজেদের বিরত রাখার ঘোষণা দেন সাকিব আল হাসান।  সোমবার সাকিব আল হাসানের নেতৃত্বে মিরপুরে বিসিবির একাডেমি মাঠে জড় হন খেলোয়াড়রা। সেখানে বিকেলে ৩টায় সংবাদ সম্মেলন করেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। সংবাদ সম্মেলনে কথা বলেন সাকিব-তামিমরা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব